স্পোর্টস ডেস্ক : বুধবার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয় এবারের এশিয়া কাপে থাকছেন না লিটন দাস। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে। আর এই ঘোষণার পরপরই বিজয়ের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হলো। সবশেষ জাতীয় দলের হয়ে গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি।
এবার দলে ডাক পাওয়ার পরে বিজয়ের রাস্তা হয়তো খুলে গেছে। আর খেলার প্রতি তার অনড় আবেগের মূল্যও দিয়েছে বিসিবি। এবার এশিয়া কাপে নিজেকে প্রমাণের পালা। ভক্তরাও সেই অপেক্ষা করছেন। ৪৪ ওয়ানডে ম্যাচ খেলা বিজয় ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১২৫৪। ওয়ানডে ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি রয়েছে তার।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩৮