স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তুত দুই দল। প্রস্তুত অভিষিক্ত তিন অস্ট্রেলিয়ান ক্রিকেট স্পেনসার জনসন, অ্যারন হার্ডি এবং ম্যাট শর্ট। মঙ্গলবার (২৯ আগস্ট) দেয়া একাদশ থেকে জানা যায়, এই ৩ ক্রিকেটারের অভিষেক ঘটছে একসাথে।
শেষবার যখন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি খেলেছে দলে ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড ছিলেন। এই তিনজনই বিশ্রামে আছেন, সামনে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। পাশাপাশি স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল পড়েছেন ইনজুরিতে।
ম্যাট শর্ট ওপেনার হিসেবে ট্রাভিস হেডের সঙ্গে যোগ দিবেন। শেষ বিগ ব্যাশ লিগে শর্ট ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ -এর খেতাব পেয়েছিলেন। স্পেনসার জনসনের নতুন বলে দক্ষতা বেশ ভালো। মার্শ জনসনের দক্ষতা নিজে পরখ করেছেন। যা দেখে তিনি দারুণ সন্তুষ্ট ছিলেন। অন্যদিকে হার্ডি এই সিরিজে ৭ নম্বরের বিবেচনায় আছেন।
অবশ্য পার্থ স্কোরচার্সের হয়ে ৩ নম্বরে ব্যাট করে সফলতা দেখেছেন এই ব্যাটার। জনসন ও হার্ডি; এই দু’জনকে নিয়ে অক্টোবরের ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপেও পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার সাথে ওয়ানডে সিরিজেও এই দুই ক্রিকেটার অজি দলে রয়েছেন। সে হিসেবে বলা যায়, তাদের নিয়ে পরিকল্পনা রয়েছে আসন্ন বিশ্বকাপ নিয়ে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ
ম্যাট শর্ট, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), জন ইংলিস, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, অ্যারন হার্ডি, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:০০