তিন পেসারের সঙ্গে তিন স্পিন-বোলিং অলরাউন্ডারকে নিয়ে একাদশ সাজিয়েছে তারা। এমনিতেও পাকিস্তানের স্কোয়াডে বোলিং বিকল্পের অভাব নেই। কলম্বোতে আফগানিস্তানের বিপক্ষে খেলা একাদশ থেকে এই ম্যাচে কয়েকটি পরিবর্তন এনেছে।
মিডল অর্ডারে শেষ ম্যাচের সৌদি শাকিলকে বাইরে রেখে ইফতিখার আহমেদকে ফেরানো হয়েছে। আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিনি দলে ছিলেন না। তবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে দলে ফেরায় আবহটাই পালটে যাচ্ছে।
শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের সঙ্গে জায়গা হয়নি পেসার মোহাম্মদ ওয়াসিমের। শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন সালমান আগা।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সালমান আগা, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।