ডেস্ক নিউজ : অন্যায় প্রস্তাব মেনে না নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবিরকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন জবি ছাত্রলীগের এক কর্মী। হুমকিদাতা সাইদুল ইসলাম সাইদ ডিবেটিং সোসাইটির সভাপতি ও জবি শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজীর অনুসারী।
এ সময় অধ্যাপক নিস্তার জাহান বলেন, প্রতিনিধি মনোনয়নের জন্য আলাদা শিক্ষক রয়েছেন। তারা বাছাই করে বিভাগের ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রতিনিধি হিসাবে নিয়োগ দেয়। তার অন্যায় দাবি না মানায় এ অধ্যাপকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত সাইদ। একপর্যায়ে সাইদ ওই শিক্ষককে গালাগাল করে বলেন, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আপনাকে আমি দেখে নেব।
এ সময় সাঈদের কথার প্রতিবাদ করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম বিন হারুন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মোস্তফা কামাল বলেন, একজন শিক্ষককে লাঞ্ছিত করা খুবই অন্যায়। কিন্তু আমরা এখনো শিক্ষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
গত বছর জুলাইতে সাইদের বিরুদ্ধে প্রকাশ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। এতে একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। পরে ছাত্রলীগ সভাপতির কাছে বিচার দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়াও ৪ মার্চে সাইদের হাতে মারধরের শিকার হন ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল হাসান হৃদয়।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ৮:৫৪