আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মুজাফফরনগরের একটি স্কুলে ছাত্রদের তাদের শিক্ষকের আদেশে এক মুসলিম সহপাঠীকে চড় মারার ঘটনা নিয়ে পুরো দেশ যখন উত্তাল; তখন দিল্লিতেও প্রায় একই ধরনের ঘটনা ঘটল। মুজাফফরনগরের ঘটনার ভিডিওতে, অভিযুক্ত শিক্ষিকা তৃপ্তা ত্যাগীকেও সাম্প্রদায়িক মন্তব্য করতে শোনা গিয়েছিল।
দেশভাগের সময় তোমরা (শিক্ষার্থীদের পরিবার) পাকিস্তানে যাওনি। তোমরা ভারতে থেকে গেছো। ভারতের স্বাধীনতায় তোমাদের কোনো অবদান নেই। একজন শিক্ষিকার এ ধরনের মন্তব্য স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার। এছাড়া অভিযুক্ত শিক্ষিকাকে বরখাস্ত করার দাবিও তুলেছেন তারা। এদিকে, স্থানীয় বিধায়ক এবং আম আদমি পার্টির (এএপি) নেতা অনিল কুমার বাজপেই এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা একেবারেই ভুল। একজন শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীদের সুশিক্ষা দেয়া। কোনো ধর্মীয় বা পবিত্র স্থানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা তাদের উচিত নয়। এ ধরনের মানুষদের গ্রেফতার করা উচিত।’
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২১