আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীনে বিয়ে নিয়ে বেশ অনাগ্রহ বর্তমান সময়ের তরুণ-তরুণীদের মধ্যে। দিন দিন যেন এই অনাগ্রহ উদ্বেগজনক হারে বাড়ছে। এতে করে দেশটির জনসংখ্যাও কমছে আশঙ্কাজনক হারে। আর তাই দেশটিতে বিয়ের হার ও জনসংখ্যা বাড়াতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার।
বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এবার চীনের পূর্বাঞ্চলের চ্যাংসান কাউন্টি ঘোষণা দিয়েছে, যদি কোনো তরুণ-তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ওই নববধূর বয়স ২৫ বছর বা তার কম হয় তাহলে নতুন দম্পতিকে নগদ ১ হাজার ইউয়ান পুরস্কার দেওয়া হবে। ক্রমবর্ধমান জন্মহার নিয়ে উদ্বেগের মধ্যে থাকা দেশটির তরুণদের বিয়ে করতে উৎসাহিত করার সর্বশেষ উদ্যোগ এটি।
চ্যাংসান কাউন্টির অফিশিয়াল অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘উপযুক্ত বয়সে বিয়ে’ এবং ‘গর্ভধারনের’ জন্য এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া যেসব দম্পতির সন্তান রয়েছে তাদের জন্যও শিক্ষা ভর্তুকিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে বলা জানায় তারা।
২০২২ সালে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের জনসংখ্যা কমতে দেখা যায়। জন্মহার খুবই কম হওয়ায় দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমার পাশাপাশি বেড়েছে বয়স্কদের সংখ্যা। এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দেশটি জন্মহার বাড়াতে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।
চীনের আইন অনুযায়ী দেশটিতে ছেলেদের বিয়ের বৈধ বয়স হলো ২২। অপরদিকে মেয়েদের বিয়ের বৈধ বয়স হলো ২০। তবে এ বয়সী তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে নিয়ে প্রচুর অনাগ্রহ রয়েছে যার যার ব্যাপক প্রভাব পড়েছে জন্মহারে।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৫