স্পোর্টস ডেস্ক : ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরব জাতীয় ফুটবল দলকে ভিন্ন ভাবে চেনে ফুটবল বিশ্ব। গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর পর নতুন এক সৌদি আরবের পরিচয় পায় ফুটবল প্রেমিরা।
এর পরের গল্পটা সবারই জানা। ক্রিস্টিয়ানো রোনালদো বছরের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেয়ার পর সৌদি ফুটবলে ঘটে যায় মহা বিপ্লব। রোনালদোর পর একে একে ফুটবলাররা যোগ দিতে থাকেন সৌদি লিগে।
সৌদি প্রো লিগের ক্লাবগুলো এখন তারকা ফুটবলারে ঠাসা। হাইপ্রোফাইল ফুটবলারদের দলে ভেড়াতে প্রতিযোগিতায় নেমেছে ক্লাবগুলো। তবে শুধু মাত্র ক্লাবগুলো নয়। জাতীয় দলের কাঠামোতেও পরিবর্তন ও উন্নতি আনার জন্য এবার নতুন কোচ নিয়োগ দিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন।
সৌদি আরব ফুটবল ফেডারেশন ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি’কে দেশটির জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। মানচিনির সঙ্গে চুক্তি হয়েছে চার বছরের। সৌদি আরব জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে, সৌদি ফুটবলে নতুন ইতিহাস রচনা করতে চান রবার্তো মানচিনি।
সৌদি আরবের কোচ রবার্তো মানচিনি বলেন, ‘আমি ইউরোপের ফুটবলে ইতিহাস রচনা করেছি। এবার সৌদি ফুটবলে ইতিহাস রচনা করার পালা। আমি মনে করি, সৌদি ফুটবল পরিবর্তন হতে যাচ্ছে যা খুব শিগগিরই সবাই দেখতে পাবে।‘
ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী বছরে ২৫ মিলিয়ন ইউরো বেতনে সৌদি জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন রাবার্তো মানচিনি। যদিও গুঞ্জন ছিল লুসিয়ানো স্পালেত্তি হবেন সৌদি আরবের নতুন কোচ। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান এই কিংবদন্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে ফুটবল বিশ্বে সাড়া ফেলে দিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন।
এবার দেখার পালা সৌদি ফুটবলে কতটা সফল হতে পারেন ৫৮ বছর বয়সী এই ইতালিয়ান। আগামী ৮ সেপ্টেম্বর কোস্টারিকার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে শুরু হবে রবার্তো মানচিনির সৌদি যাত্রা।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০০