স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামীকাল। পাকিস্তানের মুলতানে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল। বিশ্বকাপের আগে এই আসর সব দলের জন্যই প্রস্তুতির বড় এক মঞ্চ। তবে এশিয়া কাপের আগে খানিকটা অস্বস্তিতে বাংলাদেশ। আগামী ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে অনিশ্চিত টাইগার ওপেনার লিটন দাস। এই ডানহাতি ব্যাটার এশিয়া কাপ খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।
তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে দলের বড় ভরসার নাম লিটন। তবে তাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই, কেননা এখনো জ্বরে ভুগছেন তিনি।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, আজ সুস্থ হলে কালই কলম্বো যাবেন লিটন। মঙ্গলবার শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জালাল বলেন, ‘লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি ও আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করব ওকে কলম্বোতে নিয়ে আসার জন্য।’
লিটনের না থাকা দলে বাড়তি চাপের তৈরি করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই। ও তো আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। যাই হোক, আশা করি কোনো সমস্যা হবে না।’
লিটনের বদলে সাইফ হাসানকে ব্যাকআপ পরিকল্পনায় রেখেছিল বিসিবি। কিন্তু এই ডানহাতি ক্রিকেটার ডেঙ্গুতে আক্রান্ত। এখন বিসিবির বিকল্প ভাবনায় রয়েছেন জাকির হাসান। যদি লিটন না যেতে পারেন তাহলে বাঁহাতি তরুণ ব্যাটার জাকিরকে শ্রীলংকায় নিয়ে যাবে টাইগার ক্রিকেট বোর্ড।
কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫৫