স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান লিগ সিরি আ-তে গত কয়েক মৌসুম ধরেই ধারাবাহিক পারফর্ম করে চলেছেন লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা নতুন মৌসুমের শুরুতেই দারুণ এক কীর্তি গড়লেন। একটা রেকর্ডে এই ২৬ বছর বয়সী ফরোয়ার্ড ছড়িয়ে গেলেন ডিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
সোমবার রাতে সিরি আয় এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে কালিয়ারিকে ২-০ গোলে হারিয়েছে ইন্তার মিলান। দলটির হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ। সিরি আতে যা তার ৮২তম গোল।
সিরি আতে ৮২টি করে গোল আছে পাওলো রোসি, জিনো রোসেত্তি ও পিয়েত্রো আর্কারির। নাপোলি কিংবদন্তি ম্যারাডোনা ও সাবেক জুভেন্তাস তারকা রোনালদোর গোল ৮১টি করে। অর্থাৎ সিরি আতে গোল সংখ্যায় এখন ম্যারাডোনা ও রোনালদোর ওপরে মার্তিনেজের নাম।
তবে সিরি আতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড থেকে এখনো যোজন যোজন দূরে মার্তিনেজে। এ তালিকায় সবার ওপরে সিলভিও পিওলার নাম। এই ইতালিয়ান কিংবদন্তির গোল সংখ্যা ২৭৪। ফ্রান্সেসকো তত্তি ২৫০ গোল করে তার পরের স্থানটিতে। ২২৫ গোল নিয়ে তৃতীয় স্থানে গুন্নার নর্ডডল।
গতকালের জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেরি আর টেবিলে তৃতীয় স্থানে ইন্তার। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় এসি মিলান সবার ওপরে, নাপোলি তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা ভেরোনার পয়েন্টও ৬।
কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩৬