স্পোর্টস ডেস্ক : পরে দলে ডাক পাওয়ায় টিকিট পাওয়া যায়নি। তাই দলের সঙ্গে যেতে পারেননি তানজিম হাসান সাকিব। তবে আজ দুপুরের একটি ফ্লাইটে তিনি উড়াল দেন। সন্ধ্যায় ক্যান্ডিতে গিয়ে দলের সঙ্গেও যোগ দেন তিনি।
২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার অবশ্য দলে যুক্ত হয়েছেন মূলত ভাগ্যের সুবিধা নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন এবাদত হোসেন চৌধুরী। সেই চোট আর সারেনি তার। এমনকি সমস্যার সমাধান করতে ইংল্যান্ডেও নিয়ে যাওয়া হয়েছে তাকে। আর তারই বদলি হিসেবে ডাকা হয় সাকিবকে। জুনিয়র সাকিবের এটাই জাতীয় দলে প্রথম ডাক পাওয়া।
তবে সেই প্রথমেও বাঁধল বিপত্তি। টিকিট না পাওয়ায় মূল দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি। তাকে ছাড়াই বাংলাদেশ ছেড়েছে টিম টাইগার্স। এক দিন পর দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। অবশ্য এই দেরিতে খুব একটা ক্ষতি হয়নি তার। ক্যান্ডিতে প্রথম দিনটা একরকম অবসরেই পার করেছে বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৫