আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় দেশটির সব এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের জাতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এনএটিএস) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ সোমবার (২৮ আগস্ট) এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট বিলম্বের সতর্কতা জানানো হয়েছে। এতে দেশটিতে কয়েক হাজার যাত্রী ফ্লাইট বিলম্ব এবং বাতিলের সম্মুখীন হয়ে ভোগান্তিতে পড়েছেন।
ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে বিভিন্ন বিমানবন্দরে থাকা প্লেনগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়াও আকাশে থাকা প্লেনগুলো ইউরোপের অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
এনএটিএস জানিয়েছে, নিরাপত্তা বজায় রাখতে বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে। ইঞ্জিনিয়াররা ত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করার জন্য কাজ করছেন। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চাইলেও প্রযুক্তিগত ত্রুটির কারণ বা এটি ঠিক করতে কত সময় লাগবে সে সম্পর্কে আর কোনও তথ্য দেয়নি সংস্থাটি।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩