স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার জন্য নিজেকে প্রমাণের জন্য খুব বেশি সময় হাতে নেই কেন উইলিয়ামসনের। বিশ্বকাপের আগে নিজের ফিটনেস প্রমাণের জন্য মাত্র ২ সপ্তাহ সময় পাচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক। সোমবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলটির কোচ গ্যারি স্টিড। তবে নিজেকে প্রমাণের সব ধরনের সুযোগই উইলিয়ামসনকে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এপ্রিলে ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর আর মাঠে নামা হয়নি ফ্যাবুলাস ফোর খ্যাত উইলিয়ামসন। সম্প্রতি অবশ্য অনুশীলনে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক, ব্যাটিংও করেছেন নেটে। এই মুহূর্তে ৩৩ বছর বয়সী এই ব্যাটার ইংল্যান্ডে দলের সঙ্গে পুনর্বাসনপ্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তবে পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য খুব একটা সময় পাচ্ছেন না উইলিয়ামসন। বিশ্বকাপ শুরু হতে বাকি মাসখানেক। তার আগে সেপ্টেম্বরেই বাংলাদেশে ওয়ানডে সিরিজ। তাই উইলিয়ামসন নিজেই দিন কয়েক আগে বলেছেন, বিশ্বকাপ খেলাটা তার জন্য এখনও কঠিন আর সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফেরাটা তাড়াহুড়া হয়ে যাবে।
তাই বলাই যায় উইলিয়ামসনের কবে নাগাদ মাঠে ফিরবে তা এখনও অনিশ্চিত। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার জন্য আর বেশি সময় হাতে নেই নিউজিল্যান্ডের নির্বচকদের। তাই উইলিয়ামসনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে।
এ বিষয়েই আজ নিউজিল্যান্ডের কোচ স্টিড দেশটির সংবাদমাধ্যমকে বলেন, ‘দল ঘোষণার আগে আমাদের হাতে আর দুই সপ্তাহের মতো সময় আছে। এ সময়টা কাজে লাগাতে তাকে সব ধরণের সুযোগই আমরা দেবো। সে (উইলিয়ামসন) পুনর্বাসন প্রক্রিয়া পুরোপুরি শুরু করেছে, নেট ব্যাটিংয়ে ফিরেছে – যেটি দারুণ বিষয়। সে সত্যিই দারুণ উন্নতি করছে। তবে তাকে যেভাবে আমাদের প্রয়োজন, সেখানে পৌঁছাতে আরও অনেক কাজ করতে হবে।’আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। তবে ২৮ সেপ্টেম্বরের আগে আইসিসির অনুমোদন ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। এর পরে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির অনুমোদন লাগবে।
শেষ পর্যন্ত উইলিয়ামসনকে যদি বিশ্বকাপের দলে রাখা হয়ও তাকে বিশ্বকাপে শুরু থেকেই পাওয়া নিয়ে শঙ্কা আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তাই সবকিছু বিবেচনা করেই দল ঘোষণা করবে নিউজিল্যান্ড। এ বিষয়ে স্টিড বলেন, ‘কেনকে (উইলিয়ামসন) দলে নেওয়া হলেও সে টুর্নামেন্টের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। আবার থাকতেও পারে, আবার সে প্রস্তুত নাও হতে পারে।’২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছিলেন উইলিয়ামসন। সে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৪