স্পোর্টস ডেস্ক : শনিবার শ্রীলংকায় শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজে টানা তিন ম্যাচে জিতে অস্ট্রেলিয়াকে টপকে এশিয়া কাপের আগেই ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
ভারত, শ্রীলংকা, বাংলাদেশ এবং আফগানিস্তানের চেয়ে এগিয়ে থাকার পরও এশিয়া কাপের আগে পাকিস্তান দলকে নিয়ে দুশ্চিন্তা করছেন দলটির সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল।
নিজের ইউটিউব চ্যানেলে আকমল বলেন, আধুনিক যুগের ক্রিকেটে সব ব্যাটসম্যানকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। যদি আমরা এই আফগানিস্তান দলের বিপক্ষে ৩০০ রান না করতে পারি তাহলে এশিয়া কাপে ভারতের বিপক্ষে কি পারব?
তিনি আরও বলেন, পাকিস্তানের জন্য অনুশীলনের দারুণ সুযোগ ছিল। দুটো ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বড় স্কোরের সম্ভাবনা ছিল। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
আকমল আরও বলেন, দ্বিতীয় ম্যাচে ৩০০ রান হয়েছে। তবে ব্যাটসম্যানদের খেলা শেষ করা উচিত ছিল। ম্যাচ জিতিয়েছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। এটা পাকিস্তান দলের জন্য ইতিবাচক মনে হচ্ছে না।
প্রসঙ্গত, ৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। এরপর ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবেন বাবর আজমরা। ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসায় হবে টুর্নামেন্টের ফাইনাল।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০১