স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের তৃতীয় আসরে শিরোপা জিতে নিয়েছে ওভাল ইনভিন্সিবলস।
লর্ডসে রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন হয় দলটি। ফাইনালে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে তুলে নেয় ১৪ রানের জয়।
চরম বিপর্যয়ের মধ্যে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস খেলার পর বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখান ইংলিশ অলরাউন্ডার টম কারান। ৩৪ বলে ৬৭ রানের ইনিংসের পর ১ উইকেট নিয়ে হন ফাইনাল সেরা।
টস জিতে প্রথমে বোলিং নিয়ে দারুণ শুরু পায় ম্যানচেস্টার অরিজিনালস। ৩৪ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেয় দলটি। কিন্তু সেখান থেকে জিমি নিশাসকে নিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেন কারান। অবিচ্ছিন্ন জুটিতে ১২৭ রান যোগ করেন দুজন।
ছয়ে নেমে নিশাম অপরাজিত থাকেন ৩৩ বলে ৫৭ রান করে। ওভাল শেষ পর্যন্ত ১০০ বলে তোলে ১৬১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৪৭ রানে থামে জস বাটলারের ম্যানচেস্টার অরিজিনালস। দলটির পক্ষে ম্যাক্স হোল্ডেন সর্বোচ্চ ৩৭ রান করেন।
একই দিন মেয়েদের দ্য হান্ড্রেডের ফাইনালে নর্দান সুপারচার্জার্সকে ৩৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ।
কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩৪