আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চলতি শরৎকালে পশ্চিম আফ্রিকায় একটি নতুন মিশন শুরু করবে। সম্প্রতি ডি ভেল্ট আম জনটাগ নামের একটি জার্মান সংবাদপত্র এ তথ্য জানিয়েছে। সম্মিলিত সামরিক-বেসামরিক অভিযানের লক্ষ্য হবে জিহাদি গোষ্ঠীর মদতে তৈরি হওয়া অস্থিরতা ঠেকানো।
রবিবার (২৭ আগস্ট) কূটনীতিকদের বরাত দিয়ে জার্মান সংবাদপত্র ডি ভেল্ট আম জনটাগ জানায়, আফ্রিকার দেশ ঘানা, টোগো, বেনিন এবং আইভরি কোস্টে পুলিশ ও সেনা মোতায়েন করে ইইউ’র সদস্য দেশগুলো পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে অভিযান শুরু করতে রাজি হয়েছে।
সংবাদপত্রটির তথ্য অনুযায়ী, এই অভিযান বা মিশনের লক্ষ্য স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া, সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য প্রস্তুতিতে সহায়তা করা, প্রযুক্তিগত সহায়তা দেওয়া, নিরাপত্তা খাতে জোর দেওয়া, আত্মবিশ্বাস বজায় রাখার পদক্ষেপগুলো বাস্তবায়িত করা।
লুক্সেমবুর্গে চলতি বছরের অক্টোবরে এক বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক অনুমোদনের পর মিশনটি চালু করার কথা।
সূত্র: ডয়চে ভেলে
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫৫