স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর্দা উঠছে আগামী ৩০ আগস্ট। মুলতানে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে টুর্নামেন্টের নবাগত দল নেপাল। হাইব্রিড মডেলের এই আসরে পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কাও আয়োজক হিসেবে রয়েছে। উদ্বোধনের পরদিন শ্রীলঙ্কার পাল্লেকেলেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
সেই ম্যাচের আগে আজ রবিবার দুপুরের একটি ফ্লাইটে উড়াল দিয়েছে বাংলাদেশ। বিসিবি জানিয়েছে, দুপুর ১২টা ৫৫ মিনিটে ক্রিকেটাররা শ্রীলঙ্কার পথে উড়াল দেবেন। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ছাড়াও টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। আগামী ৩ সেপ্টেম্বর তাদের বিপক্ষে খেলতে নামবেন সাকিব আল হাসানরা। যেকোনো এক ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সুপার ফোর। হারলেই নিতে হবে বিদায়।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৪