আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন মার্কিন মেরিন সেনা নিহত ও ২০ জন আহত হয়েছে। মেরিন সেনাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা আল জাজিরা এবং বিবিসি নিউজ।
স্থানীয় সময় রবিবার বেলা ১১টার দিকে ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মেলভিল দ্বীপের কাছে অসপ্রে ভি-২২ নামক একটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়। স্থানীয় পুলিশ কমিশনার মাইকেল মারফি বলেন, “পাঁচজন মেরিন সেনাকে চিকিৎসার জন্য ডারউইনে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে।”
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সামরিক বাহিনীর যৌথ মহড়া অনুশীলনের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
তবে বিমানটিতে কোনো অস্ট্রেলিয়ান সেনা ছিল না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী (এডিএফ)। বিমানটিতে কেবল মার্কিন সেনারা ছিলেন।
এক বিবৃতিতে এডিএফ জানায়, “প্রাথমিক পর্যায়ে আমাদের মনোযোগ হচ্ছে ঘটনার ক্ষয়ক্ষতি বের করা এবং সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করা। যখন উপযুক্ত সময় হবে তখন আরও তথ্য দেওয়া হবে।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করে আহতদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।
আল জাজিরা জানায়, মূলত অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে যৌথ মহড়া চালাচ্ছে। মোট ১৩টি দেশ এবং ৩০ হাজারেরও বেশি সৈন্য এই যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিলো।
এদিকে স্কাই নিউজ জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
এর আগেও অসপ্রে বিমানের নিরাপত্তা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে একাধিক মারাত্মক দুর্ঘটনার পর। গত বছরের জুনে, অ্যারিজোনা সীমান্তের কাছে ক্যালিফোর্নিয়া মরুভূমিতে বিধ্বস্ত হয়ে ওসপ্রেতে থাকা পাঁচজন মেরিন সেনা নিহত হয়।
কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫৫