জামালের দল সোল দে মায়ো আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল। ‘ফেডারেল টুর্নামেন্ট- এ’ নামের প্রতিযোগিতায় রবিবার তাদের প্রতিপক্ষ ক্লাব অ্যাটলেটিকো জার্মিনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
জামাল তার পোস্টে জানিয়েছেন, বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি ফ্রিতে দেখার ব্যবস্থা করবে তার ক্লাব। রবিবার তিনি খেলা দেখার লিংক দেবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে লাতিন আমেরিকার কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল।