স্পোর্টস ডেস্ক : এই গত মাসেই ক্যারিয়ার সেরা সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলাদেশে। এক মাসের ব্যবধানে আবারও রহমানুল্লাহ গুরবাজের বিধ্বংসী রূপ দেখল ক্রিকেট বিশ্ব। নিজের ক্যারিয়ার সেরা স্কোর টপকে নতুন রেকর্ড গড়লেন গুরবাজ। আগের ম্যাচে ৫৯ রানে অলআউট হয়ে ১৪২ রানে হেরেছিল আফগানিস্তান।
এই ম্যাচে আগে গুরবাজের ১৫১ রানের ইনিংসে বিশাল উন্নতি করেছে দলটি। নির্ধারিত ৫০ ওভারে করেছে ৫ উইকেটে ৩০০ রান। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে গুরবাজের ক্যারিয়ার সেরা ইনিংসটি ছিল ১৪৫ রানের। মাত্র ১২৫ বলে ওই রান করেছিলেন আফগান বিধ্বংসী এই ব্যাটার। আজ হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে নিজেকে ছাড়িয়ে যাওয়া ইনিংসে করেছেন ১৫১। এবার অবশ্য একটু রয়ে-সয়ে খেলেছেন গুরবাজ। ১৫১ বলে করেছেন ওই রান।
২০২১ সালে ক্যারিয়ার শুরু করা গুরবাজের ফিফটির চেয়ে সেঞ্চুরির সংখ্যা বেশি। ২ ফিফটির বিপরীতে আছে ৫টি সেঞ্চুরি। গুরবাজের বিধ্বংসী ইনিংসের সঙ্গে ওপর ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে এসেছে ১০১ বলে ৮০ রান। দুজনের উদ্বোধনী জুটি ছিল ২২৭ রানের। পাকিস্তানের বিপক্ষে দলটির সেরা ওপেনিং জুটি। একই দিনে পাকিস্তানের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে আফগানরা। ওয়ানডেতে তাদের সপ্তম তিনশো। এর আগে পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ ছিল ৬ উইকেটে ২৫৭।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/রাত ১১:০০