খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : জাজিরা উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জরিমানার আওতাধীন প্রতিষ্ঠান জাজিরা বাজারের মেসার্স আশিক এন্টারপ্রাইজ, ব্যাংক মোড় এলাকার মেসার্স শাহিন ফার্মেসি ও মেসার্স মোল্যা ফার্মেসী। এই প্রতিষ্ঠান গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করে খাদ্যদ্রব্য বিক্রি, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করে বেশী দামে পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল প্রদর্শন এবং অবৈধভাবে ঔষধের মূল্য মুছে ফেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘণ করেছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাজিরা উপজেলা প্রশাসন সূত্র জানায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে ২২ আগস্ট বিকেলে জাজিরা বাজার ও ব্যাংকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাজিরা বাজারের মেসার্স আশিক এন্টারপ্রাইজে যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করে খাদ্যদ্রব্য বিক্রি, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করে বেশী দামে পণ্য বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল প্রদর্শন এবং অবৈধভাবে ঔষধের মূল্য মুছে ফেলার অভিযোগে উপজেলার ব্যাংকের মোড় এলাকার মেসার্স শাহিন ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে মেসার্স মোল্লা ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘণকারী তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা ক্যাব সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম।
কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৩,/সকাল ১১:২৬