এম,এ,রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি জাকির হোসেন ওরফে জনিকে (৩৫) আটক করেছেন র্যাব। রোববার (২০ আগস্ট) রাতে ঢাকা শেরে বাংলা নগর থেকে তাকে আটক করেন যশোরের র্যাব-৬। আটক জাকির হোসেন জনি যশোর চৌগাছা উপজেলার মৃত শহীদ মিয়ার ছেলে।
যশোর র্যাব-৬ কো¤পানি কমান্ডার মেজর মোহাম্মদ শাকিব হোসেন, এক ব্রিফিংয়ে বলেন, চৌগাছা উপজেলায় বহুল আলোচিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন ওরফে জনি। সে একটি মাদক মামলায় দীর্ঘদিন পলাতক ছিলো। আদালত তার অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা দেন।
বিয়ষটি জানতে পেরে জনি তার নাম গোপন করে ছদ্মনাম দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো। র্যাব প্রযুক্তি ব্যবহার করে জনির সন্ধান পান। র্যাব-২ এর সহযোগিতা নিয়ে ঢাকা শেরে বাংলা নগর এলাকা
থেকে জনিকে আটক করতে সক্ষম হন।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪