আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের দাবি, তিনি ইতোমধ্যেই সুপরিচিত নেতা এবং জনমত জরিপে দলের অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়েও রয়েছেন। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২০ আগস্ট) বলেছেন, তিনি রিপাবলিকান দলের প্রার্থীদের আসন্ন প্রাথমিক বিতর্কগুলোতে অংশ নেবেন না।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাপ ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘জনগণ জানে আমি কে এবং কতটা সফল প্রেসিডেন্সি ছিল আমার। তাই আমি কোনো বিতর্কে অংশ নেব না।’ তবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের রিপাবলিকানদের বিতর্কে অংশ নেয়া বা না নেয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ট্রাম্পের প্রচার টিম।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২০