জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি,র মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।সোমবার (২১ আগস্ট ২০২৩ইং)দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী,র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
এসময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান,মাটিরাঙ্গা উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এঁর সভাপতি বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রহমত উল্লাহ, বক্তব্য রাখেন।
অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো.আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রহমত উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.পেয়ার আহমেদ মজুমদার, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইলিয়াছ, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূইঁয়া সহ মাটিরাঙ্গা উপজেলা হেডম্যান এসোসিয়েশন এঁর সভাপতি চাইলা প্রু চৌধুরী,সহ মাটিরাঙ্গা উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের অফিসারবৃন্দ,হেডম্যান,জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী তার কার্যকালীন সময়ে তাকে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারের প্রতিনিধি হিসেবেই এখানে সরকারী দায়িত্ব পালন করেছি। এখানে যা অর্জন তা সকলের।মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বিদায়ী মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী,কে ফুলেল শুভেচ্ছা ও হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলেদেন।
কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১১