আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ২৭ জন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় গুজরাট থেকে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। এ সময় সাতজন নিহত ও ২৭ জন আহত হয়। ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি গঙ্গোত্রী থেকে ফেরার সময় গাংনানীতে দুর্ঘটনার কবলে পড়ে।
দিল্লিতে থাকা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তবে দিল্লি থেকেই দুর্ঘটনার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ঘটনার পর পরই সেখানে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং মেডিক্যাল টিম সেখানে পৌঁছায়।
মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামি জানান, প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য দেরাদুনে একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তরাখণ্ড অঞ্চলটি। অবিরাম বর্ষণে অনেক জায়গায় ভূমিধস এবং আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৫৪