ডেস্কনিউজঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। শ্রমিকদের গাড়ির নিচে বিস্ফোরক বাঁধা ছিল। রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওয়াজিরিস্তান শাওয়াল ভ্যালিতে এই ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এক্সে এই হামলার ঘটনা নিশ্চিত করেছেন। খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ কর্মকর্তারা বলেন, শ্রমিকদের বহন করা ট্রাকের নিচে বিস্ফোরক দিয়ে তা উড়িয়ে দেয়া হয়। তারা ওয়াজিরিস্তানের একটি অবকাঠামো নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাটি ঘটে আফগানিস্তান সীমান্ত থেকে একদমই কাছে।
এদিকে ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক জানিয়েছেন, এই শ্রমিকরা পাকিস্তান সামরিক বাহিনীর জন্য একটি ভবন নির্মাণ করছিল। সে কারণেও তাদেরকে টার্গেট করা হতে পারে। কোনো সংগঠন এখনও এ হামলার দায় স্বীকার করেনি।
কিউএনবি/বিপুল /২০.০৮.২০২৩/ সন্ধ্যা ৭.৫০