স্পোর্টস ডেস্ক : শনিবার (১৯ আগস্ট) নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে ক্যান্ডি। ফাইনালে যেতে ওভারপ্রতি সাকিব-লিটনদের করতে হবে প্রায় ৮ রান। এদিন নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন সাকিব। ২টি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা ও সোনাল দিনুশা। টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার মতে, প্রথমে ব্যাট করে ১৬০ রান তুলতে পারলে গলকে বেধে দিতে পারবে তার বোলাররা। যদিও তারা ১৬০ রান তুলতে পারেনি, তবে পৌঁছে গেছে লক্ষ্যের অনেকটা কাছাকাছিই।
দলকে অবশ্য আশানুরূপ শুরু এনে দিতে পারেননি টপ অর্ডারের ব্যাটাররা। মাত্র ২০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ক্যান্ডি। দুই ওপেনার মোহাম্মদ হারিস (৭) ও থানুকা দাবারেকে (৫) সাজঘরে ফেরান লাহিরু কুমারা। পঞ্চম ওভারে আক্রমণে এসে চাপ বাড়ান সাকিব। তার শিকার সাহান আরাচ্ছিগ (০)। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন দিনেশ চান্দিমাল ও হাসারাঙ্গা। দুজনের জুটিতে আসে ৭২ রান। ঝড় তুলে হাসারাঙ্গা ৩০ বলে ৪ ছক্কা ও ৩ চারের মারে করেন ৪৮ রান। চান্দিমালের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৮ রান। শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৭ বলে ২৪ ও চতুরঙ্গা দিল সিলভার ৬ বলে ১৫ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় ক্যান্ডি।
প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার বিপক্ষে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করেছিল গল টাইটান্স। তবে ক্যান্ডির বিপক্ষে যে লক্ষ্যটা পেয়েছে, তাতে ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগটিও হাতছাড়া করতে চাইবেন না সাকিব-লিটনরা। দুই ম্যাচে খেলে ৯ রান করা লিটন নিশ্চয়ই তার প্রতি ভরসার রাখার প্রতিদান দেবেন আজ। সাকিবও চাইবেন এশিয়া কাপের আগে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিতে।
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫০