আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু বৃহস্পতিবার এক রাষ্ট্রীয় সফরে বেলারুশ গেছেন। সেখানে তিনি বলেছেন যে , তার দেশ রাশিয়ার প্রতিবেশী ও মিত্র পূর্ব ইউরোপের এই দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াবে।
তবে অন্য সূত্রে বলা হচ্ছে, এ সময় দেশ দুটির মধ্যে সামরিক চুক্তিও সম্পাদন হয়েছে। তবে সামরিক ক্ষেত্রে কী কী চুক্তি হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের সরকার দলীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাশিয়া থেকে বেলারুশের রাজধানী মিনস্কে যান চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সেলর লি শাংফু, যেখানে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে। পরদিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় মিনস্ক সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, ‘বিশ্বব্যবস্থায় চীন এবং বেলারুশের একই লক্ষ্য রয়েছে এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রে বেলারুশ ও চীনের তৃতীয় কোনো শক্তিকে লক্ষ্যবস্তু করার কোনো উদ্দেশ্য নেই। ’
এদিকে লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক শেষে চীনা প্রতিরক্ষামন্ত্রী লি বলেছেন, আমার বেলারুশ সফরের উদ্দেশ্য রাষ্ট্রপ্রধান পর্যায়ে গুরুত্বপূর্ণ চুক্তির বাস্তবায়ন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার করা। ‘
তবে সামরিক ক্ষেত্রে এ দুই দেশের মধ্যে কী কী চুক্তি হয়েছে সে বিষয়ে কোনও মন্তব্য করেননি কেউ। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো জানিয়েছেন, বেলারুশের প্রতিরক্ষার কথা মাথায় রেখেই চুক্তি হয়েছে, আলোচনা হয়েছে।
অন্যদিকে চীনা বিশেষজ্ঞরা প্রতিরক্ষামন্ত্রী লির বেলারুশ সফরকে স্বাগত জানিয়ে বলছেন, এ সফর দুদেশের মধ্যকার প্রতিরক্ষা বন্ধন এবং সার্বিক সম্পর্ক আরও মজবুত করতে সহায়তা করবে, যা কৌশলগত ভারসাম্য হারানো বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দুর্দান্ত কৌশলগত মূল্য বহন করবে।
কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/সকাল ১১:০৩