স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল হক নান্নু কিডনী রোগে আক্রান্ত হয়ে খুলনার আবু নাসের বিষেশায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী —–রাজেউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে মা, স্ত্রী, এক বোন, প্রবাসী ভাইসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে স্থাণীয় খামারবাড়ি বাজারের জামে মসজিদ চত্বরে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতার পাশে নান্নুর মরদেহ দাফন করা হয়। এনামুল হক নান্নু উপজেলার মুন্সিখানপুর গ্রামের প্রয়াত মাহমুদ হোসেন খানের বড় ছেলে এবং থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানের ভাতিজা।
পারিবারিক সূত্রে জানাযায়, খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক(আইসিটি) নাজিরা খাতুনের স্বামী এনজিও কর্মী সাবেক ছাত্রদল নেতা এনামুল হক নান্নু কিডনী রোগে আক্রান্ত হওয়ায় তাকে খুলনার আবু নাসের বিষেশায়িত হাসপাতালে ভর্তি করা হয়। তার দুইটি কিডনী অকেজো হয়ে পড়ে। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। সেখান থেকে শুক্রবার সকালে তার মরদেহ আনা হয় গ্রামের বাড়ি মুন্সিখানপুরে।তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।
খবর পেয়ে থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান,মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, আসাদুজ্জামান মিন্টু,ফারুক হোসেন, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভ’ট্টো, যুবদল নেতা মুক্তার হোসেন, আইয়ুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ নান্নুর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুরুপভাবে নান্নুর বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, উপজেলা কম্পিউটার শিক্ষক সমিতির সভাপতি বিএম আবদুল হালিম, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, প্রভাষক সাজেদুর রহমান লিটু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:৩১