স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে যোগ দেওয়ার পর মেজর লিগ সকার আকাশচুম্বি জনপ্রিয়তা পেয়েছে। তবে ফরাসি ফুটবলার আন্তোয়ান গ্রিজমানের কণ্ঠে সেখানকার ক্রীড়া ও সংস্কৃতি আর পরিবেশ, সবকিছুর প্রতি অনুরাগের কথা আগেই শোনা গেছে। মেসি যাওয়াতে সেই আকর্ষণ আরও বেড়ে গেছে তার কাছে। কারণ লিওনেল মেসিকে গ্রিজমান মনে করেন ইতিহাসের সেরা ফুটবলার। আর তাই আর্জেন্টাইন মহাতারকার মতো আতলেতিকো মাদ্রিদের এই ফুটবলারও যেকে চান যুক্তরাষ্ট্রের ফুটবলে।
গ্রিজমান তার ক্যারিয়ারের শেষটা করতে চান মেজর লিগ সকারে খেলেই। লা লিগা ও ইএসপিএনের আয়োজনে এক ভার্চুয়াল সেশনে এই ফরোয়ার্ড মেসিকে অনুসরণের কথাটা বলেছেন। মেসির খবর নিয়মিতেই রাখছেন জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, মেসির খবর রাখছি… লিও ইতিহাসের সেরা ফুটবলার। তার কারণে গ্যালারি পরিপূর্ণ হয়ে উঠছে, অনেক গোল করছে এবং ম্যাচ জেতাচ্ছে দলকে। সে অবিশ্বাস্য এবং আমার মনে হয়, বাজারজাতকরণ ও ফুটবলীয় দৃষ্টিকোণ, দুই দিক থেকেই এমএলএস সেরা কাজটি করেছে লিওকে সেখানে নিয়ে।’
গ্রিজমান নিজেও যে যুক্তরাষ্ট্রে যেতে চান, এই সুযোগে তা জানিয়ে রাখলেন আবার। তবে তা এখনই নয়। গত মৌসুমেও লা লিগার সেরা ফুটবলারদের একজন ছিলেন তিনি। গোল করেছিলেন ১৫টি। গোলে সহায়তা করেছিলেন ১৬টি, যা ছিল লিগের সবার মধ্যে সর্বোচ্চ। ৩২ বছর বয়সী তারকা আতলেতিকোর হয়ে আলো ছড়িয়ে যেতে চান আরও কিছুদিন। সময় হলে তিনি পা রাখবেন যুক্তরাষ্ট্রের ফুটবল আঙিনায়, ‘আমি তো সবসময়ই এটা বলেছি, আমার লক্ষ্য সেখানেই (যুক্তরাষ্ট্রে) ক্যারিয়ার শেষ করা। আমেরিকান ক্রীড়ার যা সবকিছু আমার ভালো লাগে, এমএলএসে খেলা এবং উপভোগ করা, নিজের সেরা পর্যায়ে থেকেই নানা কিছু জয় করা, এসব আমি চাই।’
সেই আলোচনায় আতলেটিকোর হয়ে ইতিহাস গড়তে চান জানিয়ে বলেন, ‘তবে প্রথমত, এখানে আতলেতিকোর হয়ে ইতিহাস গড়তে চাই ও ট্রফি জিততে চাই। এরপর দেখব… লিও, বুসি (সের্হিও বুসকেতস), জর্ডির (আলবা) যোগ দেওয়াটা আমার মনে হয়, ওই লিগের জন্য দারুণ ব্যাপার। এসবের সঙ্গে তরুণ ফুটবলারদের যোগ করা, বিশেষ করে দক্ষিণ আমেরিকার তরুণ প্রতিভাদের দলে নেওয়া, এই পথ ধরেই ওই লিগ এগিয়ে যেতে পারে।’
ইন্টার মায়ামিতে যোগ দিয়েই যুক্তরাষ্ট্রের ফুটবলে তোলপাড় ফেলে দিয়েছেন মেসি। লিগস কাপে তার অসাধারণ নৈপুণ্যেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে মায়ামি। ৬ ম্যাচে ৯ গোল করে ফেলেছেন বিশ্বকাপজয়ী তারকা, গোলে সহায়তা করেছেন আরও ৩টি। যে দল টানা ১১ ম্যাচ ছিল জয়বিহীন, মেসিকে নিয়ে সেই দলই একের পর এক জয়ে পৌঁছে গেছে লিগস কাপের ফাইনালে।
কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১