স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আর্জেন্টিনায় আছেন সে দেশের তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে নাম লিখবেন বলে। সেই ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটা এখনো না হলেও বসে নেই জামাল। বিশ্বকাপ জয়ী দেশে দারুণ সময় কাটাচ্ছেন এই মিডফিল্ডার।
বুধবার সকালে তিনি দেখা করেছেন বাংলাদেশের সাবেক কোচ ডিয়েগো ক্রুসিয়ানির সঙ্গে। ক্রুসিয়ানই নিজেই জামালের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে। এরপর আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের আমন্ত্রণে তাদের সদর দফতর পরিদর্শনে যান বাংলাদেশ তারকা। মেসিদের ফুটবল সংস্থার সামনে বাংলাদেশের জার্সি নিয়ে পোস্ট দিয়েছেন জামাল। নিজের অফিসিয়াল ফেসবুকে সেই ছবি পোস্ট করে জামাল লিখেছেন, ‘এখন সময় আর্জেন্টিনায় বাংলদেশে প্রতিনিধিত্ব করার। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ।’
কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/রাত ১১:০৫