স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন মিচেল মার্শ। দক্ষিণ আফ্রিকায় ৩০ আগস্ট থেকে শুরু তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। তবে এরপরই ৫ ম্যাচের যে ওয়ানডে সিরিজ আছে অজিদের, সেটিতেও নেতৃত্ব দেখা যেতে পারে তাকে। স্বয়ং ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সই জানিয়ে দিলেন সেই সম্ভাবনার কথা। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সামনের পথচলায় মার্শকেই উপযুক্ত নেতা বলে মনে করেন কামিন্স।
গত বছর ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর থেকে চোট-বিশ্রাম-বিরতি মিলিয়ে স্রেফ দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পেরেছেন কামিন্স। তার অনুপস্থিতিতে কাজ চালিয়ে গেছেন জশ হেইজেলউড, স্টিভেন স্মিথরা। সেই পরিস্থিতি তৈরি হয়েছে আবার। কদিন আগে অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিনে ফিল্ডিংয়ের সময় চোট পান কামিন্স। এখন তিনি সেই চোট থেকে ফিট হয়ে ওঠার লড়াইয়ে আছেন।
‘ওয়ানডের অধিনায়কত্ব তো এমনিতেই আমরা কিছুটা ভাগাভাগি করেই করছিলাম। এবারও দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর আমরা ভেবে দেখব। তবে ভালো ব্যাপার হলো, আমাদের বেশ কিছু বিকল্প আছে। মিচ (মার্শ) সম্ভবত সবচেয়ে অবধারিত বিকল্প, যেহেতু সে টি-টোয়েন্টির নেতৃত্বও দিচ্ছে’ বলেছেন অস্ট্রেলিয়ার হয়ে ৭৫ ওয়ানডে খেলা কামিন্স। বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপের আগে এত বেশি ওয়ানডে আছে যে, আরও কেউ দু-একটি ম্যাচ খেলতে না পারলেও অবাক হব না। এমনও হতে পারে যে মিচ কোনো ম্যাচ খেলতে পারল না, তখন অন্য কেউ নেতৃত্ব দেবে।’
৭-১৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ২২ সেপ্টেম্বর থেকে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কামিন্স জানালেন, আপাতত ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই তার মাঠে ফেরার লক্ষ্য। ‘(চোটের অবস্থা)খুব খারাপ নয়। দক্ষিণ আফ্রিকা সফরে আমি হয়তো শেষ দিকে যাব, তবে সম্ভবত বিশ্বকাপের ঠিক আগে ওই ওয়ানডেগুলোতেই (ভারতে) সম্ভাবনা বেশি (খেলার)। আর কয়েক সপ্তাহেই আশা করি ঠিক হয়ে যাব।’
কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১২