খাগড়াছড়ি এপিবিএনয়ে বঙ্গবন্ধু,র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
১২২
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার।
মঙ্গলবার (১৫ আগস্ট ২০২৩ইং)বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সকাল ৯টার দিকে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর আয়োজনে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধু চেতনা মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট(ভারপ্রাপ্ত) অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেন।
এসময় খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদার, সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, অত্র প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার বৃন্দ সহ চলমানরত ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) ৯ম ব্যাচ এবং সেকশন লিডার কোর্স (এসএলসি)৩য় ব্যাচ এর প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার উদ্যােগে বাদ মাগরিব দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর হল রুমে শোকসভায় প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের প্রতি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং জাতির পিতার স্মৃতি চারণ করেন।