আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নারী কর্মীদের অযথা দাঁড় করিয়ে রাখলে সর্বোচ্চ তিন হাজার রিয়াল পর্যন্ত জরিমানার নির্দেশনা রয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৭ হাজার ৫৭৮ টাকা। সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রাজেকির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ।
মোহাম্মদ আল রাজেকি বলেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় নারী কর্মীদের বসতে বাধা দেওয়া শ্রম আইনের লঙ্ঘন এবং তা শাস্তিযোগ্য অপরাধ। দাঁড়ানোর প্রয়োজন না থাকলে নারী কর্মীদের বিশ্রামের অধিকার রয়েছে। সম্প্রতি আসবাবপত্র খাতের নারী কর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
জানা গেছে, গ্রাহক না থাকা সত্ত্বেও আসবাবপত্র খাতের নারী কর্মীদের বসতে বাধা দেওয়া হয়েছিল। সে সময় তারা শারীরিকভাবে ক্লান্ত ছিলেন। সাম্প্রতিককালে নারীর ক্ষমতায়নে জোরালো সব পদক্ষেপ নিচ্ছে সৌদি। ২০১৮ সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। এছাড়া একা ভ্রমণ ও পাসপোর্টের আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে তাদের।
শুধু তা-ই নয়, চলতি বছরের শুরুতে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সামনে শপথ নেওয়া ১১ জন সৌদি রাষ্ট্রদূতের মধ্যে দুইজন নারী রাষ্ট্রদূতও ছিলেন।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫৫