আন্তর্জাতিক ডেস্ক : হাওয়াইর মাউই দ্বীপে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। একশ বছরের ইতিহাসে দাবানলে এত মৃত্যু আগে দেখেনি যুক্ত্ররাষ্ট্র মাউই কাউন্টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যানুসারে ৮৯ জন নিহত হয়েছেন।
দাবানল এখন অনেকাংশে নিয়ন্ত্রণে থাকলেও, ঐতিহাসিক শহর লাহাইনার আশপাশসহ দ্বীপের আরও কিছু অংশে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলার কাজ অব্যাহত রয়েছে। ৮ আগস্ট মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়। কাছেই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে দাবানলের তীব্রতা বেড়ে যায়। দ্রুত সেটি সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় ছড়িয়ে পড়ে।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৩