স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের নেতৃত্বেই এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আজ তাকে পাকাপাকিভাবে টুর্নামেন্ট দুটির অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিবি। নতুন খামে পুরনো চিঠি এলেও সুসংবাদই বটে। যদিও বিশ্বসেরা অলরাউন্ডার এখন শ্রীলঙ্কায়। তবে এমন খুশির ঘোষণায় বদলাল না তার ব্যাটিং পারফরম্যান্স। লঙ্কা প্রিমিয়ার লিগে সেই বিবর্ণই থেকে গেলেন তিনি।
লঙ্কা লিগে সাকিবের দল গল টাইটান্স আজ মুখোমুখি হয়েছে ডাম্বুলা অরার বিপক্ষে। সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে গল। বিশ্বসেরা অলরাউন্ডার আগের দুই ম্যাচগুলোর মতোই ব্যাট হাতে ব্যর্থ থেকে গেলেন। ডাম্বুলার সঙ্গে ১৩ বলে ১৩ রান। তাতে দলও বেশিদূর এগোতে পারেনি। থেমেছে মাত্র ১৩৩ রানে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে মাত্র ৮৩ রান করেছেন। তার গড় মাত্র ১৬.৬০। স্ট্রাইক রেইটও খুব বেশি নয় (১২০)। সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে বল হাতে টাইটানসের দ্বিতীয় সেরা বোলার তিনি। ৫ ইনিংসে বল ঘুরিয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। ১০ রান খরচায় ২ উইকেট তার সর্বোচ্চ অর্জন।
টাইট্যান্সের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে ২৩ রান করেছিলেন। বল হাতে ২৫ রান খরচায় ১ উইকেট। পরে ক্যান্ডির বিপক্ষে ৩০ রান ও ১০ রানে ২ উইকেট, জাফনা কিংসের বিপক্ষে ব্যাট হতে মাত্র ৬ রান করলেও বোলিংয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। পরে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সাকিব বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৫