স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের দল-বদল নিয়ে ঝামেলায় আছে পিএসজি। তার মধ্যেই গুঞ্জন নেইমারও ক্লাব ছাড়তে চান। আজ শুক্রবার পিএসজির অনুশীলনে ছিলেন না এই দুই তারকার কেউ। অথচ আগামীকাল ফ্রেঞ্চ লিগে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামবে পিএসজি।
লিগে প্রথম ম্যাচে পিএসজির প্রতিপক্ষ লরিয়ে। এমবাপ্পে প্রথম ম্যাচের একাদশে থাকবেন না, এমন খবর দিয়েছিল লেকিপ। তারা জানিয়েছিল এমবাপ্পেকে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে নাও রাখা হতে পারে। এমবাপ্পে দলে আছেন কি না তা জানা যাবে স্কোয়াড ঘোষণার পর। তবে লেকিপের খবর অনুযায়ী থাকছেন না এমবাপ্পে।
ফরাসি এই ফরোয়ার্ড মূল দলের সঙ্গে অনুশীলনও করেননি।
নেইমারকে নিয়ে শঙ্কা কেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ঠান্ডা জ্বরে আক্রান্ত। ফলে মৌসুমের প্রথম ম্যাচে নেইমার থাকা নিয়ে আছে শঙ্কা।
আজ সংবাদ সম্মেলনে অবশ্য নেইমার ও এমবাপ্পের বিষয় নিয়ে খুব বেশি কথা বলেননি কোচ লুইস এনরিকে। ‘আমি আশা করছি ক্লাব ও এমবাপ্পে সুন্দর সমাধান খুঁজে পাবে। ক্লাবের মূল কথা মনে করিয়ে দিতে চাই, দল সবার উপরে। নেইমার ও ভেরাত্তির সঙ্গে কি কথা হয়েছে সেটি আমি বলব না। আমি আমার কথা শুনতে আপনাদের (সাংবাদিকদের) ডেকেছি।’
কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৩,/রাত ৯:২২