আন্তর্জাতিক ডেস্ক : লোকসভায় অনাস্থা প্রস্তাবের পক্ষে ভাষণ দেওয়ার পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ‘উড়ন্ত চুম্বন’ বিতর্কে জড়িয়ে পড়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেছেন, সংসদ কক্ষ ত্যাগ করার সময় মহিলাদের লক্ষ্য করে ফ্লাইং কিস ছুড়েছেন রাহুল গান্ধী। আর এরপরেই এই চুমু নিয়ে বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে।
এবার আগুনে ঘি ঢালার কাজ করল কংগ্রেস বিধায়ক নীতু সিংয়ের মন্তব্য। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা গেছে, আমাদের নেতা রাহুল গান্ধীর ‘ইয়াং ওম্যান’ (অল্প বয়সী মহিলাদের) কোনও অভাব নেই। তার যদি ফ্লাইং কিস দেওয়ার থাকে সেক্ষেত্রে তিনি কোনও মহিলাকে দিতেন। কেন ৫০ বছরের ‘বুড়ি’ স্মৃতি ইরানিকে তা দিতে যাবেন? এই যাবতীয় অভিযোগ ভিত্তিহীন।
এ বিষয়ে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, এই মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। কংগ্রেসকে ‘মহিলা বিরোধী’ দল বলে আক্রমণ করেছেন তিনি। পাশাপাশি রাহুল গান্ধীকে বাঁচানোর জন্য যে কোনও সীমা পার করতে পারে কংগ্রেসের লোকজন, এমনটাও অভিযোগ তুলেছেন তিনি।
রাহুল গান্ধী অনাস্থা প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার পরেই পালটা আসরে নেমেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি বলেন, অসংসদীয় আচরণ করেছেন কংগ্রেস সাংসদ। এর আগে কখনও সংসদে এই ধরনের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, নিজের বক্তব্য শেষ করার পরেই সংসদ কক্ষ ত্যাগ করেছিলেন রাহুল।
স্মৃতি ইরানি বলেন, আমার আগে যিনি বক্তব্য রেখে গেলেন তিনি অভব্য আচরণ করেছেন। একজন নারীবিদ্বেষী পুরুষই কেবলমাত্র সংসদে বসা মহিলাদের দিকে ফ্লাইং কিস ছুড়তে পারেন। এর আগে সংসদে কেউ এই ধরনের আচরণ করেননি। গোটা দেশ গান্ধী পরিবারের সংস্কার দেখল।
কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৩,/রাত ৮:৪৮