স্পোর্টস ডেস্ক : সম্প্রতি মাঠের বাইরের এক প্রতিযোগিতায় মেসিকে ছাড়িয়ে সেরা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা টানা তৃতীয় বছরের মতো ইনস্টাগ্রামের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন।
সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রায় ছয় মাস খেলে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে সৌদির ফুটবলে নাম লেখালেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি সিআর সেভেনের। ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী, ২০২৩ সালেও ইনস্টাগ্রামে শীর্ষ আয়ের ব্যক্তি তিনি। ২০১৭ সালের পর এবারই প্রথম এ অর্জনের মালিক হলেন পর্তুগিজ তারকা।
শীর্ষ আয়ের এ তালিকাটি তৈরি করে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ। এটা মূলত করা হয় অভ্যন্তরীণ ও উন্মুক্ত প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে। বিবেচনায় নেয়া হয় ইনস্টাগ্রাম ও ইউটিউবে প্রতিটি পোস্টের জন্য ব্যবহারকারী কত অর্থ চাইতে পারেন, সেটা।
ইনস্টাগ্রাম টুল হুপার এইচকিউর দেয়া তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার পান রোনালদো। পর্তুগিজ তারকার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জিতে দেশকে আনন্দের বন্যায় ভাসানো এ তারকা প্রতিটি পোস্টের জন্য পান ২.৬ মিলিয়ন ডলার।
ইনস্টাগ্রাম আয়ের দিক থেকে শুধু ক্রীড়াবিদদের চেয়েই এগিয়ে নেই মেসি-রোনালদো। তারা পেছনে ফেলেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজসহ বিশ্বব্যাপী জনপ্রিয় সব তারকাকে। ক্রীড়াবিদদের মধ্যে আর দুজন শুধু এ তালিকার শীর্ষ ২০ জনের মধ্যে জায়গা করে নিতে পেরেছেন। এরা হচ্ছেন: ভারতের ক্রিকেটার বিরাট কোহলি ও ব্রাজিলের ফুটবলার নেইমার।
কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০০