স্পোর্টস ডেস্ক : কোপা লিবার্তাদোরেসের সেই ম্যাচের ৫৫তম মিনিটে বল কাটানোর চেষ্টা করছিলেন মার্সেলো। পাশ থেকে ছুটে এসে বাঁ পা বাড়িয়ে দেন আর্জেন্টিনোস জুনিয়র্সের আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেস। পরের ধাপেই মার্সেলোর পা অনিচ্ছায় গিয়ে পড়ে সানচেসের বাড়িয়ে দেয়া পায়ের ওপর।
মুহূর্তেই সেই পা ভেঙে মুচড়ে যায়। রেফারি মার্সেলোকে সাথে সাথে লাল কার্ড দেখান। তবে সানচেসের অবস্থা দেখে মার্সেলো মাঠ ছাড়েন কাঁদতে কাঁদতে। পা ভাঙার পর মাঠে পড়ে কাতরাতে থাকেন ২৯ বছর বয়সী সেই ডিফেন্ডার। সতীর্থরা তাকে ঘিরে ধরেন। মার্সেলো নিজেও কাছে গিয়ে সানচেসের পায়ের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে ফেলেন। পরে তিনি কান্নায় ভেঙে পড়েন।
কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:০০