জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার ও একটি মাইত্রুোবাস জব্দ করেছেন মানিকছড়ি থানা পুলিশ।বুধবার (৯ আগষ্ট ২০২৩ইং) রাত ১২টার দিকে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম এর দিক নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) এন্তেজারুল হক সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তিনটহরী বাজার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বটতল সিএনজি স্ট্যান্ডের সামনে রাস্তায় চেক পোষ্ট বসিয়ে একটি নোহা মাইত্রুোবাস থামিয়ে তল্লাশী চালিয়ে ৩০কেজি গাঁজাসহ মুনারাম তনচংগ্যা (৪৫) শচী কুমার চাকমা (৩৮) তাদের ব্যবহৃত নোহা মাইত্রুোবাস জব্দসহ দুজনকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-মুনারাম তনচংগ্যা (৪৫) পিতা-মৃত:রামমোহন তনচংগ্যা, শচী কুমার চাকমা (৩৮) পিতা-মায়াধন চাকমা, উভয় রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিশ্বমনি চাকমা কার্বারি পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে মাইত্রুোবাস যোগে গাঁজা নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে তিনটহরী বাজার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বটতল সিএনজি স্ট্যান্ডের সামনে চেকপোষ্ট বসায় পুলিশ। চেকপোষ্টের সামনে নোহা মাইত্রুোবাসকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারপাশ দিয়ে ঘেরাও করে পুলিশ। পরে তাদের ব্যবহৃত নোহা মাইত্রুোবাসটি তল্লাশী চালিয়ে ৩০কেজি গাঁজাসহ মুনারাম তনচংগ্যা (৪৫) শচী কুমার চাকমা (৩৮) তাদের ব্যবহৃত নোহা মাইত্রুোবাস জব্দসহ দুজনকে আটক করা হয়।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ প্রত্রুিয়াধীন। আসামীকে বিধি মোতাবেক যথা সময়ে আদালতে সোর্পদ করা হবে। এবং তাদের বহনকৃত নোহা মাইত্রুোবাস পুলিশ হেফাজতে রয়েছে।
কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/সকাল ১০:৩৪