স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে শেষ হচ্ছে হ্যারি ম্যাগুয়ের অধ্যায়। ওয়েস্ট হ্যামের কাছে এই ৩০ বছর বয়সী ডিফেন্ডারকে বিক্রি করতে রাজি হয়েছে রেড ডেভিলরা। এমন খবরই দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ম্যাগুয়ের ও সাউদাম্পটনের জেমস ওয়ার্ড-প্রাউসকে সব মিলিয়ে ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভেড়াতে চলেছে হ্যামাররা। সে হিসেবে ৩০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদায় ৪১৮ কোটি ৩২ লাখ টাকায় হ্যামারদের শিবিরে যোগ দিচ্ছেন ম্যাগুয়ের।
কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:০০