বিনোদন ডেস্ক : সানি দেওল ও আমিশা প্যাটেলের গদর-২ সিনেমার প্রচার অনুষ্ঠান থেকে ১৬টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৬ আগস্ট) ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরে নিজেদের নতুন সিনেমার প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন এই দুই তারাকা। সেখানেই ঘটলো মোবাইল ফোন চুরির ঘটনা।
ভারতের গণমাধ্যমে জানা যায়, গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকায় গদর-২ সিনেমার তারকা সানি দেওল এবং আমিশা প্যাটেলকে দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত। এই ভিড়ের সুযোগ নেয় দুর্বৃত্তরা। চুরি করে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র। অনুষ্ঠান শেষ হওয়ার পর অনেকে জানতে পারেন তাদের মোবাইল চুরি হয়ে গেছে। এই ঘটনায় অনেকে থানায় অভিযোগ করেছেন। এরমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।
কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২১