স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার সকাল পৌঁনে ১০টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মুক্ত করা হয়। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকেরা।
আনুষ্ঠানিকতা শেষে মুশফিক বলেন, ‘কাগজে কলমে যতই ভালো হই না কেন, নির্দিষ্ট দিনে যারা ভালো করবে তারা জিতবে। আর অভিজ্ঞতার ব্যাপারটা যেটা, তা হলো আমি অনেক ভাগ্যবান, গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর (বিশ্বকাপ) খেলে থাকি, তাহলে অবশ্যই চাইব যেন গত চার বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ফল করতে পারি।’
মুশফিক জানালেন, আগের সব বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে আরও ভালো করবে বাংলাদেশ দল। তিনি বলেন, ‘সেই বিশ্বাস আছে কিন্তু সব নির্ভর করবে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো করতে পারি। এটা গুরুত্বপূর্ণ আমরা যেন ভালো শুরু করতে পারি। যেহেতু একটা অভিজ্ঞ দল এবং ধারাবাহিক ভালো ক্রিকেট গত চার-পাঁচ বছর খেলছি, আশা করাই যায় অনেক স্পেশাল কিছু বা একটা ফল যেন করতে পারি।’
বাংলাদেশ সফরের অংশ হিসেবে দ্বিতীয় দিনে হোম অব ক্রিকেটে নেয়া হয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। তৃতীয় দিনে বুধবার (৯ আগস্ট) বসুন্ধরা সিটি শপিংমলে সাধারণ দর্শকরাও এই ট্রফি দেখার সুযোগ পাবেন। এর আগে প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করে সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১ নম্বর পিলারের পাশে ফটোসেশন করা হয়। বাংলাদেশে তিনদিনের সফর শেষে বিশ্বকাপ ট্রফি যাবে কুয়েতে। ৪ সেপ্টেম্বর ফের ভারতে শেষ হবে ট্রফির এই যাত্রা। এবার সবচেয়ে বেশি ১৮টি দেশ ভ্রমণ করছে বিশ্বকাপের ট্রফিটি।
কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২০