স্পোর্টস ডেস্ক : দুই প্রজন্ম ধরে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাচ্ছেন মার্শ পরিবার। বাবা জিওফ মার্শের পর অজি ক্রিকেটের জার্সি গায়ে জড়িয়েছেন তার দুই ছেলে শন মার্শ ও মিচেল মার্শ। জিওফ মার্শ ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার। ১৯৮৫ সালে ভারতের বিপক্ষে অজিদের হয়ে অভিষেক হয় তার। এরপর প্রায় আট বছর অস্ট্রেলিয়ার জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। অজি ক্রিকেট বোর্ডের কোচ ও নির্বাচকের দায়িত্বও পালন করেছেন তিনি।
১৯৮৭ সালে ভারত উপমহাদেশে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন জিওফ মার্শ। ২৮ বছর পর অজিরা জিতেন নিজেদের পঞ্চম বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ জয়ী দলে ছিলেন জিওফ মার্শের ছেলে মিচেল মার্শ। প্রথমবারের মতো বাবা- ছেলে জুটি হিসেবে বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড গড়লেন জিওফ মার্শ ও মিচেল মার্শ। যদিও খেলোয়াড় হিসেবে বাবাকে ছাড়িয়ে গেছেন মিচেল মার্শ। জিওফ মার্শ একটি বিশ্বকাপ জিতলেও মিচেল মার্শের ঝুলিতে আছে দুটি বিশ্বকাপ। ২০২১ সালে ওমান ও আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন মিচেল মার্শ।
এবার আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে এই বাবা- ছেলে জুটি। জিওফ মার্শ ছিলেন অস্ট্রেলিয়ার দশম ওয়ানডে অধিনায়ক। বাবার পর এবার অজিদের অধিনায়কত্বের দায়িত্ব নিতে যাচ্ছেন মিচেল মার্শ। তবে সেটি ভিন্ন ফরম্যাটে। টি-টোয়ান্টি ক্রিকেটে অজিদের নেতৃত্ব দিতে যাচ্ছেন এই অলরাউন্ডার। আর অধিনায়ক হিসেবে খেললেই ইতিহাস গড়বেন এই বাবা-ছেলে জুটি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়ান্টি সিরিজে অস্ট্রেলিয়া নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। এর আগে এই ফরম্যাটে অজিদের অধিনায়ক ছিলেন অ্যারন ফিঞ্চ। তবে অন্তজার্তিক ক্রিকেট থকে ফিঞ্চ অবসর নিলে অনেক দিন ধরেই ফাঁকা ছিল অস্ট্রেলিয়ার টি-টোয়ান্টি অধিনায়কের পদটি।
আপাতত এক সিরিজের জন্য মার্শকে অধিনায়ক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বিশ্লেষকরা বলছে দীর্ঘ সময় জন্য ক্রিকেটের ছোট ফরম্যাটে অজিদের নেতৃত্বের ভার পড়তে পারে মিচেল মার্শের ওপর। আগামী ৩০ আগস্ট মিচেল মার্শের নেতৃত্বে সিরিজের প্রথম টি-টোয়ান্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৮