তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে স্মৃতিচারন করেন, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, এমপি প্রতিনিধি বিপ্লব মজুমদার, ওসি মো. শিবিরুল ইসলাম, আ‘লীগ নেতা কামাল পাশা প্রমুখ।
স্মৃতিচারণ শেষে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দুঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।এছাড়া উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি অনুরুপ কর্মসূচীর মাধ্যমে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালন করেছে।
কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৫১