আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের সামরিক জান্তা তাদের দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছে, ’আকাশসীমা লঙ্ঘনের যেকোন প্রচেষ্টার তাৎক্ষণিক দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’।
রোববার এই ঘোষণা দেয় সামরিক জান্তা। খবর এএফপি’র।
ইকোওয়াস রোববার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবেলার আল্টিমেটাম বেধে দেয়।
গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়। প্রেসিডেন্টের কার্যালয়ে তার নিজস্ব গার্ড সদস্যদের হাতে আটক হওয়ার মধ্যদিয়ে তিনি ক্ষমতা হারান।
কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২২