ডেস্কনিউজঃ টানা ৩ দিনের ভারী বৃষ্টিপাতে একাকার হয়ে গেছে চট্টগ্রামের রাস্তা-ঘাট। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিবন্দি নগরীর বিভিন্ন এলাকা। নগরবাসীকে রীতিমতো পানির নিচে বসবাস করতে হচ্ছে। বৃষ্টিতে যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেসব এলাকা থেকে এখনো পানি সরেনি।
এদিকে, জলাবদ্ধতার কারণে নগরীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে।
রোববার নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, অনেক জায়গায় ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, চকবাজার ডিসি রোডসহ নগরীর নিচু এলাকার জনসাধারণ জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নগরীতে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রোববার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৪৭ মিলিমিটার হয়েছে। সকাল থেকেই বৃষ্টি অব্যাহত থাকলেও এর তীব্রতা বাড়তে থাকে সকাল ৯টার পর। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে কোমর সমান হয়ে যায়।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
কিউএনবি/নাহিদা/০৬.০৫.২০২৩/ সন্ধ্যা ৭.২০