আন্তর্জাতিক ডেস্ক : ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, পশ্চিমা গণমাধ্যমের প্রচারিত খবরগুলো বেশিরভাগই ভুয়া। গতকাল বুধবার (০২ আগস্ট) টেরিটরি অব মিনিংস ফোরামের ‘এলিমেন্টস অব সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক উন্মুক্ত সংলাপে তিনি এ মন্তব্য করেন।
দিমিত্রি পেসকভ বলেন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যমগুলো দুঃখজনকভাবে অ্যাংলো-স্যাক্সন, মার্কিন এবং ব্রিটিশ। তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ গণমাধ্যম রয়েছে। এসব প্রতিষ্ঠানে অনেক মেধাবী, বুদ্ধিমান এবং পেশাদার সাংবাদিক কাজ করেন। তবে সামরিক সেন্সরশিপের অধীনে থাকায় তারা রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ শুরু করেছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা বিশেষ বাহিনী ভুয়া খবর প্রকাশের জন্য গণমাধ্যমগুলো নিয়মিত ব্রিফিং করে। তবে এসব গণমাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করার কথাও জানান পেসকভ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে একটি বার্তা দেয়। ওই বার্তায় ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তোলা হয় দূতাবাসের বিরুদ্ধে। এই বিবৃতি প্রকাশের পাশাপাশি মস্কো মার্কিন কূটনীতিকদের বহিষ্কারেরও হুমকি দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেও বহুবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ভুয়া খবর প্রচার করে রাশিয়ানদের ধোঁকা দেওয়া যাবে না।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৪