বিনোদন ডেস্ক : View this post on Instagram
এদিকে ট্রুডো-সোফির বিচ্ছেদের খবরে মাতামাতি করছেন বাংলাদেশের নেটিজেনরা। আর এতেই চরম বিরক্ত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এ বিষয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। পোস্টে মাহি লেখেন, ‘বুঝলাম না, ট্রুডো -সোফির কোনও সমস্যা নাই। আমরা কেন মারা যাচ্ছি।’
পরে এ নায়িকা কিছু রাগের ইমোজি জুড়ে দিয়েছেন।
ট্রুডো ও সোফির বিয়ে হয় ২০০৫ সালে। তাদের ঘরে ৩ সন্তান আছে। তবে ৫১ বছর বয়সী ট্রুডো ও ৪৮ বছর বয়সী সোফির বিচ্ছদের কারণ এখনও জানা যায়নি।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২৯