স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফুটবলে ফুটেছে নতুন ফুল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এখন সেখানে। খেলছেন মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে। তার পথ অনুসরণ করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য সার্জিও বুসকেতস ও বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী জর্ডি আলবাও। মেসিবরণ অনুষ্ঠানে বুসকেতস থাকলেও আলবা যোগ দিয়েছেন পরে। তাই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর বিষয়ে কথা বলেছেন এই প্রথম।
৩৪ বছর বয়সী এই ফুটবলার মায়ামির হয়ে পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে তার প্রথম দিনে মেসির সঙ্গে তার সময়টা কেমন কেটেছে তা নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, মেসির নতুন স্বপ্নের সারথী হতেই মায়ামি এসেছেন তিনি। আলবা বলেন, ‘মেসি একজন আকাঙ্খিত ফুটবলার। সে বিশ্বকাপ জিতেছে। কিন্তু সে আগের মতোই খেলাটা চালিয়ে যেতে চাচ্ছে। সেই এই চ্যালেঞ্জের জন্য লড়বে। সবকিছু জিততে চেষ্টা করবে। সেজন্যই আমরা তাকে সাহায্য করতে এসেছি।’
মেসি, বুসকেতস ও আলবা একসঙ্গে খেলেছেন বার্সেলোনায়। ২০১২ সালে আলবা ক্যাম্প ন্যুতে নাম লেখান। তারপর থেকে সদ্য শেষ হওয়া মৌসুম পর্যন্ত এই দলেই ছিলেন। চুক্তির মেয়াদ শেষেই আবার মেসির সতীর্থ হয়েছেন। আর এখানে এসে মেসিকে যেন নতুন করে আবিষ্কার করেছেন তিনি। ফুটবল জাদুকরকে পুনরুজ্জীবিত দেখাচ্ছে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এখানে এসে মেসিকে পুনরুজ্জীবিত হিসেবে দেখতে পেয়েছি। নিজেকে মেসি সমর্থক বলেই মনেই হয়। যখন আমি বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেই, তখন আমার কাছে কোনো প্রস্তাব ছিল না। ফ্রি এজেন্ট হওয়ার পর ইন্টার মায়ামির সঙ্গে আলোচনা শুরু হয়। আমার কাছে পরে আরও অন্যান্য অফারও আসে। সেখানে আরও বেশি অর্থও পেতাম। কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতেই আমার মায়ামিতে আমি। কারণ একটি স্বপ্নের সঙ্গে নিজেকে যুক্ত করা।’
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/রাত ১০:২১